ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে আমাদের অবগত থাকতে হবে। কারণ আমাদের দেশের লোকজনের না না কারণে বিভিন্ন উদ্দেশ্যে ভারতে ভ্রমণ প্রয়োজন হতে পারে। সেটি হতে পারে ভারতের উন্নত কোন হাসপাতালে ডাক্তার দেখানোর জন্য, হতে পারে ভ্রমণ জন্য, কিংবা বাংলাদেশ এর আপনি কিন্তু ভারতে রয়েছে এরকম কোন দেশের এম্বাসির সাথে যোগাযোগ করার জন্য।
সাধারণত এর বাহিরেও আরো অনেক কাজের উদ্দেশ্যে অনেকে ভারত বাহিনীর ভ্রমণ করে থাকি। কিন্তু এক দেশ থেকে আরেক দেশে প্রবেশ করতে হলে অবশ্যই একটি বৈধ ভিসা থাকতে হবে। এর জন্য তারা ইন্টারনেটে ইন্ডিয়া ভিসা চেক করার পদ্ধতি সম্পর্কে জানার আগেই3 প্রকাশ করে। আপনি খুব সহজে কয়েকটি সহযোগিতা অনুসরণ করলেই খুব সহজেই আপনার ইন্ডিয়ান ভিসা সর্ব শেষ অবস্থা ঘরে বসেই থাকতে পারবেন।
সূচিপত্র: ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
.
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম আপনাদের সকলের জানা উচিত। কারণ আপনি যদি সম্পত্তি ইন্ডিয়ার ভিসা আবেদন করে থাকেন তাহলে অবশ্যই তা চেক করে নেওয়া অত্যন্ত জরুরি। আপনি দুইটি উপায়ে ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন।
একটি হচ্ছে ইন্ডিয়ান ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট এবং অপরটি হচ্ছে ইন্ডিয়ান সরকারের পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার ওয়েবসাইট। ইন্ডিয়ান ভিসা চেক করার মাধ্যমে আপনারা জানতে পারবেন :
1. আপনি জানবেন আপনার বিষয়ে অনুমোদিত হয়েছে কীনা।
2. ভিসা প্রক্রিয়ার বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা পাবেন।
3. যদি কোন সমস্যা থাকে, তার দ্রুত সমাধান করতে পারবেন।
4. সর্বোপরি আপনার ভিসা অনুমোদন হতে কেমন সময় লাগতে পারে তা জানতে পারবেন।
ভারত ভবনের জন্য ভিসা অন্তত গুরুত্বপূর্ণ একটি দলিল। যদি আপনি আপনার ভিসার অবস্থা চেক করতে চান, তবে ইন্টারনেটের মাধ্যমে এটি করা সম্ভব। এটি করার জন্য আপনাকে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে এবং প্রয়োজনীয় যাবতীয় তথ্যগুলো সঠিকভাবে পূরণ করতে হবে। নিচের দেখানো পদ্ধতি গুলো অনুসরণ করার মাধ্যমে আপনি এখনই আপনার ইন্ডিয়ান ভিসা সর্বশেষ অবস্থা জানতে পারবেন।
0. প্রথমে আপনাকে https://www.passtrack.net/index.php এই ওয়েবসাইট ভিজিট করতে হবে।
1. মেনু থেকে “Tracking” অপশনে ক্লিক করে আপনার ভিসার ধরণ নির্বাচন করতে হবে (Regular Visa / Port Endorsement)
2. রেগুলার ভিসা চেক করার জন্য “ওয়েব ফাইল নাম্বার” প্রয়োজন হবে। যা আপনি ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন।
3. “Web file Number” বক্সে সঠিক ভাবে আপনার নাম্বার টি বসান।
4. এরপর “Please type below code” বক্সে নিচে দেখানো ছবির অক্ষর সঠিক ভাবে বসান।
5. ছবিতে থাকে অক্ষর ভাল ভাবে বুঝতে না পারলে “Not readable? Change text” এ ক্লিক করে পরিবর্তন করে নিন।
6.সব শেষে “Submit” বাটনে ক্লিক করুন।
7. ব্যাস, স্কিনে আপনার ভিসার সর্বশেষ অবস্থা দেখানো হবে।
8. পাসপোর্ট নাম্বার দিয়ে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
পূর্বের ধাপে আমরা ওয়েব ফাইল নাম্বার এর মাধ্যমে ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম জেনেছিলাম। কিন্তু এটি ছাড়াও আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে আপনার ইন্ডিয়ান ভিসা চেক করতে পারবেন। এটি করার জন্য ইন্ডিয়ান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট নির্দিষ্ট কিছু তথ্য প্রদানের মাধ্যমে দেখতে পারবেন। নিচের দেখানো পদ্ধতি গুলো আলোচনা করে আপনি ইন্ডিয়ান ভিসা চেক করে নিন।
1. প্রথমে আপনাকে https://indianvisaonline.gov.in/visa এই লিংকে যেতে হবে।
2. প্লিজ একটু নিচের দিকে প্রবেশ করলেই "Visa Enquiry" নামে একটি পেজ আসবে, ক্লিক করুন।
3. এবার "Application Id" / " Web File Number" বক্সে আপনার ১২ সংখ্যার নাম্বারটি বসান।
4. দ্বিতীয়ত, "Passport No" বক্সে আপনার পাসপোর্ট নাম্বারটি সঠিকভাবে বসান।
5. এবার "Check Sratus" বাটনে ক্লিক করলে আপনার কাজ শেষ।
6. স্কিনে আপনার ভিসা সর্বশেষ আপডেট জানতে পারবেন।
আরো পড়ুনঃ
ইন্ডিয়া ভিসা করতে কি কি লাগে?
আপনি যদি ইন্ডিয়া যাওয়ার জন্য একটি বৈধ ভিসা পেতে চান তাহলে আপনার অবশ্যই কিছু প্রয়োজনীয় কাগজপত্র থাকা জরুরী। আপনি ইন্ডিয়াতে কেন যেতে চাচ্ছেন তাই স্পষ্ট আকারে যথাযথ কতৃপক্ষের মাধ্যমে জানাতে হবে। এর পাশাপাশি আরো অবশ্যই গুরুত্বপূর্ণ কাগজপত্র লাগবে। আপনার যাওয়ার উদ্দেশ্যের উপর নির্ভর করে কাগজপত্র গুলো কম বা বেশি লাগতে পারে।
1. বৈধ পাসপোর্ট
2. ভিসা আবেদন ফর্ম
3. পাসপোর্ট সাইজের ছবি :
4. ভ্রমণ বীমা
5. আর্থিক সচ্ছলতার প্রমাণ
6. হোটেল বুকিং বা থাকার ব্যবস্থা প্রমাণ
7. ফেরতের টিকিট
8. অন্যান্য প্রয়োজনীয় তথ্য
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে?
বাংলাদেশ থেকে অন্যান্য দেশের টুরিস্ট ভিসা পাওয়ার অনেক কঠিন। তবে বাংলাদেশ থেকে ভারতীয় ভূগোলের ভিসা পাওয়ার খুব একটি কঠিন না। কিন্তু এজন্য আপনার ইন্ডিয়ার পুলিশ ভিসা করতে কি লাগে তা জানতে হবে। চলুন জেনে নেওয়া যাক ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে গিয়ে কি কি লাগে?
1. সর্বপ্রথম দরকার ভারতীয় টুরিস্ট ভিসার আবেদন পত্র।
2. বৈধ পাসপোর্ট এবং পাসপোর্ট এর মেয়াদ সর্বনিম্ন ছয় মাস থাকতে হবে।
3. আবেদনকারীর সদ্যতোলা ২"×২" সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি।
4. ভোটার আইডি কার্ড বা অনলাইন জন্ম নিবন্ধন।
5. বর্তমান ঠিকানার প্রমাণস্বরূপ গ্যাস / পানি / বিদ্যুৎ বিলের ফটোকপি।
6. বিগত তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট।
7. পেশাগত প্রমাণের জন্য ট্রেড লাইসেন্স বা NOC কার্ডের ফটোকপি।
8. পুরাতন পাসপোর্ট এর ফটোকপি ( যদি থাকে )
ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে?
ইন্ডিজ মেডিকেল ভিসা করতে যেগুলো কাগজপত্র প্রয়োজন হয় তা আপনাদের মাঝে পয়েন্ট আকার প্রকাশ করা হলো :
বৈবিকুদ্ধ পাসপোর্ট : ইন্ডিয়া মেডিকেল ভিসা করতে সর্বপ্রথম দরকার বৈধ পাসপোর্ট এবং পাসপোর্ট এর ন্যূনতম ছয় মাস থাকলে ভালো হয়।
ছবি : আবেদনকারীর সদ্য তোলা দুই ইঞ্চি বাই ২ ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ডের রঙিন ছবি।
জাতীয় পরিচয় পত্র : জাতীয় পরিচয় পত্র হিসেবে এনআইডি কার্ডের ফটোকপি অথবা অনলাইন জন্ম নিবন্ধন এর ফটোকপি।
ব্যাংক স্টেটমেন্ট : আর্থিক সচ্ছলতা প্রমাণের জন্য বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে।
ইউটিলিটি বিল এর কাগজ : অবস্থল প্রমাণের জন্য ইন্টারনেট বিল বা গ্যাস বিল অথবা বিদ্যুৎ বিলের কপি।
পরিচয় পত্র : আবেদনকারী যে শিক্ষার্থী হয় তাহলে স্টুডেন্ট আইডি, ব্যবসায় হলে ট্রেড লাইসেন্স এবং সরকারি বেসরকারি চাকরিজীবী হলে GO/NGO লাগবে।
প্রত্যয়ন পত্র : আবেদনকারীর রোগ সংক্রান্ত বাংলাদেশি ডক্টর এর প্রত্যয়ন পত্র বা ট্যাক্সেশন এর কপি।
অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস: ইন্ডিয়ান যে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করবেন তারা আমন্ত্রণপত্র, থাকা খাওয়ার ব্যবস্থা প্রমাণের জন্য হোটেল বুকিং এবং ফেরত এর টিকিট লাগে।
শেষ কথা
ইন্ডিয়ান ভিসা চেক করার পক্ষে সহজ ও সরল। উপরে বঞ্চিত ধাপ গুলি অনুসরণ করে আপনি সহজেই আপনার ভিসার অবস্থা জানতে পারবেন। আরো জানতে পারবেন ইন্টার টুরিস্ট ভিসা কিভাবে করতে হয়, ইন্ডিয়ার ভিসা করতে কি কি লাগে, ইন্ডিয়ার ভিসা চেক করার নিয়ম এমন গুরুত্বপূর্ণ সব বিষয়ে। আপনার ভিসার অবস্থা ঠিক করে ভবনের পরিকল্পনা আরো নিশ্চিত ও নিরাপদ করুন। আশা করছি লেখাটি আপনার জন্য সহায়ক হবে। এছাড়াও সর্বদা চেষ্টা করবেন ভালো কোন এনজিওর মাধ্যমে আপনার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করা।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url