নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

নাক দিয়ে রক্ত পরা অনেকেই এটি কে রোগ ভেবে থাকে, আসলে নাক দিয়ে রক্ত পরা এটা কোনো রোগ নয়। বরং এটি ভিবিন্ন রোগের লক্ষণ মাত্র। শরিরের যে কোনো রোগের কারণ নাক দিয়ে রক্ত পরে পারে শুধু যে নাক, গলা, কান রোগের কারণে পরবে তা কিন্তুু নয়।
যে কোনো বয়সেই নাখ দিয়ে রক্ত পরার লক্ষণ দেখা যিতে পারি। নাক দিয়ে কী করাণে রক্ত পরে তা হয়তো বা কয় জন যানে। আমাদের সকলেই উচিৎ নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে যানা। চলুন যেনে নেওয়া যাক নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার সম্পর্কে।

নাক দিয়ে রক্ত পড়ার কারণ ও প্রতিকার

নাক দিয়ে রক্ত পড়ার এটি আহামরি কোনো রোগ না এটি ভিবিন্ন রোগের লক্ষণ মাত্র। অনেকেই আছে যারা নাক দিয়ে রক্ত পরা দেখলে এটি কোনো নাকেরি কোনো বড় সমস্যা আসলে তেমন কিছু না শরীরের যেকোনো রোগের কারণেও নাক দিয়ে রক্ত পড়তে পারে। 

যে কোনো বয়ষের মানুষের এই সমস্যা দেখা দিতে পারে। এটি সাধারণত নাকের এক পাশ দিয়ে পরতে দেখা যায় আবার অনেক সময় উভয়পাশ দিয়ে পরতে পারে। নাক দিয়ে রক্ত পরা বা এপিসট্যাক্সিস এই সমস্যা টি জনগণ সাধারণ ভাবে কিন্তুু অনেক সময় এটি জটিল রোগের উপসর্গ হিসেবে দেখা দেয়। 

তাই আপনারা নাক দিয়ে রক্ত পরাকে ছোট ভাবে নিবেন না। যত তারাতারি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে। গোটা বিশ্বের মধ্যে সাধারণত 60 শতাংশ মানুষ, জীবনের কোনো না কোনো সময় নাক দিয়ে রক্ত পড়ার সমস্যা সম্মুখীন হন।

নাক দিয়ে রক্ত পরার কারণ: অধিকাংশ ক্ষেত্রে নাক দিয়ে রক্ত পরার কারণ খুঁজে পাওয়া যায় না

নাকের সমস্যা

১/ আঘাতজনিত

২/ অপারেশনজনিত

৩/ নাকের সর্দি, সাইনোসাইটিস

৪/ নাকের ভেতরে টিউমার

৫/ নাকের মাঝখানের হাড় অতিরিক্ত বাঁকা

৬/ নাকের মাঝখানে পর্দায় ছিদ্র ইত্যাদি

সাধারণ সমস্যা

১/ ঔষধ ( এসপিরিস/ওয়ারফেরিন জাতীয় )

২/ উচ্চরক্তচাপ

৩/ রক্তনালির কিছু জন্মগত ত্রুটি

৪/ মাসিকের সময় এবং গর্ভাবস্থায়

৫/ জন্ডিস বা লিভারের প্রদাহ, লিভার সিরোসিস।

৬/ রোক্তের রোগ, যেমন- এপ্লাস্টিক অ্যানমিয়া, হিমোফিলিয়া, থ্রম্বোসাইটোপেনিয়া, পারপুরা

রোগ নির্ণয় ও চিকিৎসা

প্রথমে যানতে হবে কী কারণে নাক দিয়ে রক্ত পরছে সেটি নির্ণয় করে নিতে হবে পরবর্তীতে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিতে হবে। যদি নাকের সামনের দিক দিয়ে রক্ত পরে তাহলে সেটি খুব সহজেই অল্প সময়ে বন্ধ করা যায়। কিন্তু যদি নাকের ভিতরে বা নাকের পিছনে দিক দিয়ে রক্তপাত হলে বহুক্ষেত্র এটি বন্ধ করে অনেক সময় লেগে থাকে।

প্রতিরোধ

১/ নাক খুঁটবেন না। অনেক সময় নাক খুঁটে খুঁটে ময়লা বের করে থাকেন। এতে হুট করে নাক দিয়ে রক্ত পরা শুরু করতে পারে।

২/ ঊধ্ব-শ্বাসতন্ত্রের সংক্রামণ অর্থাৎ সদি, কাশি হলে দ্রুত চিকিৎসা নিন। নাকের হার বাকা থাকলে তারও চিকিৎসা নিন। সময় মতো চিকিৎসা না করলে হঠাৎ করে নাক দিয়ে রক্ত পরা শুরু হতে পারে।

৩/ বাচ্চাদের খেয়ার রাখুন। ঘন ঘন একনাগ উত্তর গন্ধ যুক্ত সর্দি হওয়া এবং এর সঙ্গে রক্ত গেলে সতর্ক হবেন। কোন ওষুধে ভালো না হওয়ার মানে হলো বাচ্চা সবার অলক্ষ্য নাকে কিছু ঢুকিয়েছে।

৪/ বয়স্কদের ক্ষেত্রে - নিয়মিত রক্তচাপ মাপান, নিয়ন্তনের রাখুন, নিয়মিত ওষুধ খান। অনিয়ন্ত্রণ রক্তচপ নাক দিয়ে রক্ত আসার অন্যতম কারণ। তাই যখনি এমন হবে, আগে ব্লাড প্রেসার মেপে নিতে হবে।

৫/ যাঁরা ( স্টক বা হৃদরোগে আক্রান্ত ) রক্ততরলী করনের ওষুধ ( যেমন- এসপিরিন/ ইকোম্প্রিন/ ক্লপিড) খেয়ে থাকেন তাদের নাক দিয়ে রক্ত এলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করবেন।

৬/ যাদের নাকের ভিতর শুকিয়ে যায় বা ময়লা জমে, তারা খোঁচাখুঁচি না করে দিনে 3 4 বার নরসল ড্রপ চার / পাঁচ ফোঁটা করে উভয় নাকে দিবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url