কোরবানির ঈদ কত তারিখে 2024 - ঈদুল আযহা কবে পালিত হবে

ইদুল আযহা কবে পালিত হবে বা কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? কেমন হয় যদি আমরা আগেই থেকেই যেনে রাখি যে কোরবানির ইদ কত তারিখে ২০২৪ সালে। এই বিষয়টি আমাদের অনেকের মাজে অজানা থেকে যায়।
আপনারা যদি প্রকৃত পক্ষ থেকে জানতে চান যে কোরবানি ঈদ কতো তারিখে ২০২৪? তাহলে আমাদের লিখা আর্টিকেল পরে যেনে নিন কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? বা ইদুল আযহা কবে পালিত হবে।

কোরবানি ঈদ কত তারিখে 2024

মুসলিম জাতির দ্বিতীয় বৃহত্তর উৎসব হচ্ছে ইদুল আযহা বা কোরবানি ঈদ। মুসলমানদের জন্য আল্লাহ প্রদত্ত দুইটি বৃহত্তর উৎসব রয়েছে একটি হলো ঈদুল ফিতর আর অন্যটি হলো ঈদুল আযহা। ঈদুর ফিতরে পালন করার পর ২ মাস ১৫ দিন পরে ঈদুল আযহা পালন করা হয়ে থাকে। আমাদের মাজে অনেকেই আছে তারা যানে না কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? আমাদের মুসলমান হিসেবে আমাদের জানা উচিৎ যে কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? পালিত হবে। 

যারা কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? হবে যানেন না আমার আর্টিকেল শুধু তাদের জন্য। চলুন যেনে নেওয়া যাক কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? সাধারণত প্রতি বছর ক্যালেন্ডার অনুযায়ী মাসের পরিবর্তন হয়। তাই সকলের ক্ষেত্রে তারিখটা মনে না থাকায় স্বাভাবিক। ইসলামের ইতিহাসে কোরবানি ঈদ পালন করার জন্য একটি নির্দিষ্ট তারিখ রয়েছে এই তারিখ অনুযায়ী ঈদুল আযহা পালন করা হয়। 

কোরবানি ঈদ পালন করা হয় জিলহজ্জ মাসের ১০ তারিখে। সাধারণত পৃথিবীর ভৌগলিক বিশ্বের সকল মুসলিম এক দিনে বা এক সাথে ঈদ পালন করতে পারে না। পৃথিবীর ভৌগোলিকের কারণে দেশের চাঁদ দেখা কে কেন্দ্র করে ঈদ উদযাপন করা হয়ে থাকে। আল্লাহতালাকে সন্তুষ্ট করার জন্য এই কোরবানী আয়োজন করা হয়ে থাকে। 

মুসলিম জাতির ইতিহাসে কোরবানি নিয়ে একটি অনেক অনেক বড় একটি ইতিহাস রয়েছে। আল্লাহতালা সন্তুষ্ট লাভের জন্য আমরা আল্লাহতালার নামই কোরবানি দিয়ে থাকি। এবং আল্লাহ তা'আলা এই কোরবানিতে খুশি হন যে ব্যক্তি আল্লাহতালা সন্তুষ্ট লাভের জন্য আল্লাহর নামে কোরবানি দেয়।

ঈদুল আযহা কত তারিখে পালিত হবে

ঈদুল আযহা বা কোরবানি ঈদ কত তারিখে পালিত হবে এই নিয়ে আমাদের মনে নানা প্রশ্ন জাগে। কোরবানি ঈদে মুমিন ব্যক্তিরা আল্লাহ তালাক সন্তুষ্ট লাভের জন্য আল্লাহতালার নামে কোরবানি দিয়ে থাকি। চলুন যেনে নেওয়া যাক ঈদুল আযহা কত তারিখে পালিত হবে। সাধারণত ঈদুল আযহা ঈদুল ফিতরের কয়েক মাস পরে ঈদুল আযহা পালন করা হয়ে থাকে। 

গত এপ্রিল মাসের ১০ তারিখে সৌদি আরবে ঈদুল ফিতর পালন করা হয়েছে এবং বাংলাদেশে ঈদ সৌদি আরবের একদিন পরে অর্থাৎ ১১ তারিখে ঈদুল ফিতর আয়োজন করা হয়েছে। সৌদিআরবের বিশেষজ্ঞরা ঘোষণা দিয়ে দিয়েছে যে জুন মাসের ১৬ তারিখ এবং জিলহজ মাসে দশ তারিখে ঈদুল আযহা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

জিলহজ মাসের ১০ তারিখে ঈদুল আযহা পালন করতে হয় তাই আমরা বলতে পারি জুন মাসে ১৬ তারিখে সৌদি আরবে কোরবানি ঈদ অর্থাৎ ঈদুল আযহা পালন করা হবে। সৌদি আরবের নিয়ম অনুযায়ী আমাদের বাংলাদেশে তার পরের দিন অর্থাৎ জুন মাসের ১৭ তারিখে ঈদুল আযহা কুরবানি ঈদ পালন করা হবে।

ঈদের নামাজের নিয়ম

ঈদের নামাজের নিয়ম সম্পর্কে সকল মুসলমান ব্যক্তিদের ধারণা থাকা উচিত। ঈদের নামাজের নিয়ম না জানা থাকলে ঈদের নামাজ হবে না। আমরা ঈদের নামাজ যেখানেই পরি না কেনো হোক তা খোলা আকাশে নিচে বা মসজিদে ঈদের নামাজ আমাদের জামাতের সঙ্গে পড়তে হবে। জুম্মার নামাজ আদায় করে থাকি বা যে সব শর্ত মেনে জুম্মার নামাজ আদায় করি একই শর্ত প্রযোজ্য ঈদের নামাজ আদায় করার জন্য। 
ঈদের নামাজের জন্য আলাদা করে আজান বা একামত দেওয়ার প্রয়োজন হয় না কিন্তু জুম্মার নামাজের মত উচ্চস্বরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ঈদের নামাজ আদায় করতে হবে। ঈদের নামাজে আরেকটি পার্থক্য হল এই নামাজে অতিরিক্ত ছয়টি তাকবীর দিতে হয়।

ঈদের নামাজের নিয়ত: ঈদের দুই রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত ছয় তাকবীরের সঙ্গে কেবলামুখী হইয়ে ঈমানের সঙ্গে আল্লাহর জন্য আদায় করতেছি..... আল্লাহু আকবার।

প্রথম রাকাতে আল্লাহু আকবার বলে আমাদের হাত বেঁধে অতিরিক্ত তিন তাকবীর শেষ করে সুরা ফাতেহা পরতে হবে। সূরা মিলিয়ে পরতে হবে। সূরা মিলিয়ে পড়ার পর তিন তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে।

প্রথম রাকাত

১/ তাকবীরে তাহরীমা

২/ সানা পড়া

৩/ অতিরিক্ত তিন তাকবীর দেওয়া (এক তাকবীর থেকে আরেকটা তাকবীর এর মধ্যে তিন তাসবিহ পরিমান সময় নিতে হবে(

৪/ আউজুবিল্লাহ - বিসমিল্লাহ পরতে হবে

৫/ সুরা ফাতেহা পড়তে হবে

৬/ সূরা মিলানো এবং নিয়মিত নামাজের মত রুট করতে যেতে হবে।

দ্বিতীয় রাকাত

১/ বিসমিল্লাহ পড়া

২/ সুরা ফাতেহা পড়া

৩/ সূরা মেলানো

৪/ সূরা মানানোর পর অতিরিক্ত তিন তাকবীর দেওয়া।

৫/ রুকুর তাকবীর দিয়ে রুকুতে যাওয়া

৬/ সিজদা আদায় করে তাশাহুদ, দুরুদ, দোয়া মাসুরা করে সালাম ফেরানোর মাধ্যমে নামাজের সমাপ্তি করা।

৭/ তার পরে খুতবা

আমাদের শেষ কথা

কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? এবং ঈদের নামাজ পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়ে গিয়ে। আপনারা যারা কোরবানি ঈদ কত তারিখে ২০২৪? জানেন না আমার এই আর্টিকেল শুধু তাদের জন্য।

আশা করছি ইতিমধ্যে ঈদ কত তারিখে ২০২৪? এই বিষয়ে জানতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন গুরুত্বপূর্ণ পষ্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url