২৩ সালের ১০টি সেরা মোবাইল ফোন
মোবাইল ফোনের কথা আর কী বলবো এটা নিয়ে কথা বলার কিছু নেই। যতো দিন যাচ্ছে এটার ব্যবহার বেড়েই চলেছে। মোবাইল হাতে পেয়ে সব কিছু যেন মানুষর হাটের মুঠোয় চলে এসেছে। পৃথিবীতে 80% মানুষ মোবাইল ফোন চালাই কিন্তুু অনেক যানি না কোন ফোনটা ভালো বা কাজ করে বেশি সুবিধা পাওয়া যায়। আমরা 2023 সালে সেরা 10টি ফোন নিয়ে আলো চনা করে থাকবো।
আপনার জন্য কোনো ফোনটা ভালো হবে আজকে এই আর্টিকেল পড়ে তা বুঝতে পারবেন। চলুন যেনে নেওয়া যাক 2023 সাথে 10 টি সেরা ফোন সম্পর্কে। এবং কোন কাজের জন্য কোন ফোনটা ভালো হবে সেটা আপনারা বুজতে পারবেন।
ভূমিকা
প্রিয় পাঠক আজকের এই আর্টিকেল এর মধ্যে ২০২৩ সালের ১০টি সেরা মোবাই ফোন নিয়ে আলোচনা করা হবে। আপনারা যারা ২০২৩ সালের দশটি সেরা মোবাইল ফোন সম্পর্কে জানতে চান তাহলে আমাদের এই আর্টিকেল শুধু আপনার জন্য।
২০২৩ সালের ১০ টি সেরা মোবাইল ফোন
আপনারা যারা মোবাইল ফোন নিয়ে নিতে চাচ্ছেন কিন্তু যানেন না কোন ফোনটি এই বছরের জন্য সেরা ফোন। ২০২৩ সালের ১০ টি সেরা মোবাইল ফোন নাম প্রকাশ করা হলো।
১/ xiaomi 12 Pro : ফোনটির মেন আকর্ষণ হচ্ছে ক্যামেরা যারা ফটো তুলতে পছন্দ করে তারা ফোনি কিনতে পারেন। এছারোও pubg এবং free fire ও অন্যান্য গেম অনেক খন খেলার জন্য ফোনটিতে ৪৬০০ এম এস এর ব্যাটারি পাশাপাশি processor টিও অনেক ভালো পেয়ে যাবেন। তার সাথে পেয়ে যাবেন ফার্স্ট চার্জার। এই ফোনটি কিনতে হলে আপনাকে খরচ করতে হবে প্রায় ১ লক্ষ টাকা।
২/ vivo iqoo 9t: এই ফোনটি ২০২৩ সালের লেটেস্ট একটা ফোন। ফোনটি সাথে চার্জার পেয়ে যাবেন ১২০ ওয়াটের। তার মানে ২০ মিনিটের মধ্যেই ফোনটি চার্জ হয়ে যাবে। এই মোবাইলটিতে ব্যাটারি পেয়ে যাবেন ৪৭০০ এম এস এর আর এই ফোনটি ক্রয় করতে খরচ হবে ৫০ হাজার টাকা।
৩/ samsung galaxy flip 4: বর্তমানে পৃথিবীর বুকে জনপ্রিয়তা অর্জন করে নিয়েছে samsung কোম্পানি। আমরা যেই ফোনটি নিয়ে কথা বলছি এই ফোনটি মানুষের মন জয় করে নিয়েছে। আমি কি এটা কে ভাঙচুর ফোন বলে এর কারণ হলো আপনি চাইলে ফোনটি কে মাঝখান থেকে ভাজ করে চালাচালাতে পারেন। এই ফোনটির বাংলাদে প্রাইজ হচ্ছে ১ লক্ষ ৫০ হাজার টাকা। ফোনটি ব্যাটারি হলো ৩৭০০ এম এস হলেও এই ফোনটি থেকে ভালো ব্যাকআপ পাওয়া যাবে। এবং ব্যাটারি চার্জ করার জন্য ২৫ ওয়ার্ডের চার্জার পেয়ে যাবেন।
৪/ samsung galaxy s20 ulta: আগের ফোনটির মধ্যেও এই ফোনটিও জনপ্রিয় ব্যান্ডের ফোন। ফোনটিতে ১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে আর samsung ক্যামেরার কোন তুলনা হয় না। এই ফোনটি গেমিং এর জন্য একদম পারফেক্ট কারণ এটি Ram ১২ থেকে ১৬ জিবি পর্যন্ত তার সাথে ব্যাটারি পেয়ে যাবেন ৫ হাজার এম এস। এই ফোনটি আপনি যদি কিনতে চান তাহলে বাংলাদেশি টাকায় আপনাকে প্রায় চল্লিশ হাজার টাকার মতো গুনতে হবে।
৫/ google pixel 7pro: এই ফোনটি বর্তমান বাজারে অনেক জনপ্রিয় একটি ফোন। মানুষ এই ফোনটি কি নিয়ে থাকে ফোনের দাম দেখে নয় ফোনের গুন দেখে। আসলে যাদের ফোন বেশে প্রয়োজন হয় বা ইন্টারনেটের ভিন্ন কাজ করি তার এই ফোনটি চোখ বন্ধ করে নিতে পারেন। এই ফোনটিতে ৫০০০ এম এইচ এর ব্যাটারি দেওয়া হয়েছে এর জন্য চার্জ ব্যাকআপও ভালো পেয়ে যাবেন। এই ফোনটি কিনতে হলে বাংলাদেশী টাকায় আপনাকে ৬৫ হাজার টাকা গুনতে হবে।
৬/ samsung galaxy z fold3 5g: এই ফোনটির ক্যামেরার কোন তুলনা হয় না। এই ফোনটি দিয়ে আপনারা 4k ভিডিও করতে পারবেন। যারা একটু ঘুরাঘরি করেন এবং ভিডিও করতে পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি অনেক উপকারে আসবে। এই ফোনটিতে পেয়ে যাবেন ১২ জিবি রেম তার সাথে ৪৪০০ এম এস ব্যাটারি ব্যাকআপ এবং ২৫ ওয়ার্ডের ফার্স্ট চার্জার। এই ফোনটি কিনতে চাইলে বাংলা টাকায় আপনাকে ৬৫ হাজার টাকা গুনতে হবে।
৭/ iphone 13pro max: অ্যাপেল কোম্পানি তাদের ফোনে দিন দিন আপডেট আনতেই থাকছে। যার কারোনে এই ফোনটি ১০ নাম্বার ছেড়ে চলে যাবে। বর্তমান যুগে অনেক ভালো এবং জনপ্রিয় ফোন iPhone 13pro max। এই ফোনটির রেম হচ্ছে ৬ জিবি তার সাথে ব্যাটারি পেয়ে যাচ্ছেন ৪৩০০ এম এস। ফোনটির বর্তমান প্রাইস প্রায় ৮০ হাজার টাকা।
৮/ samsung galaxy z fold 4: আগের samsung ফোনগুলো থেকে এই ফোনটি অনেক আপডেট এবং দাম অনেক বেশি। ফোনটিতে পেয়ে যাবেন গরিলা গ্লাস ডিসপ্লে। বর্তমানে ফোনটির প্রাইস বাংলাদেশে ৮০ হাজার টাকা।
৯/ iphone 14 pro: অ্যাপেল ব্যান্ডের মধ্যে অনেক লেটেস্ট একটি ফোন হল iPhone 14 pro এই ফোনটি। ফোনটির বর্তমান দামে হল 1 লক্ষ টাকা।
১০/ iphone 14 pro max: ২০২৩ সালের শেষ দিকে এই ফোনটি মার্কেটে একটি রিলিজ করা হয়েছে। এই ফোনটিও জনগণের মনে সারা ফেলে দিয়েছে। এই ফোনটি হলো ৬ জিবি রামের এবং এর বর্তমান প্রাইস হল ১ লক্ষ 50 হাজার টাকা।
আজকে এই ১০ টি ফোন নিয়ে আলোচনা করা হয়েছে এই দোষ টি ফোন হল ২০২৩ সালের সবচেয়ে জনপ্রিয় এবং সেরা ফোন। এই ১০ টি ফোন জনগণের মনে সারা ফেলে দিয়েছে। আপনারা যারা ভাল মানের ফোন কিনতে চান তারা এ ১০ মধ্যে ১ টি নির্বাচন করে নিতে পারেন। আশা করছি ২০২৩ সালের সেরা ১০ টি ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন।
কম দামে ভালো ফোন
পৃথিবীতে ৮০% জনগণ এন্ড্রয়েড ফোন চালায় বা মোবাইলে ফোন চালাই। সবারি হচ্ছে করে যে আমারো একটা ফোন থাকবে। আর যদি সেটা কম দামে ভালো ফোন হয় তাহলে তো সবার জন্য কেনা সহজ যাবে। চলুন যানা যাক কম দামে ভালো ফোন কোনটি? বতর্মান মানে বাজারে ১০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা দামেরও ফোন পাওয়া যায়।
তার মধ্যেই কম দামে ভালো ফোন অনেকেই কিনতে চায়। তাদের কী পরামর্শ দিব Symphony z7 এই ফোনটি নেওয়ার জন্য। প্রিয় পাঠক একটি কম দামে ফোন থেকে আপনারা কি কি চান বলেন তো সুন্দর একটা ডিজাইন, বড়সড় একটা ডিসপ্লে, রিস্প্রেট অনেক ভালো হবে সাথে কিছু একটা ফিউচার। এগুলা সব পেয়ে যাবেন symphony z7 এর মধ্যে।
এই ফোনটির ৪/৬৪ ভেরিয়ান্টা পেয়ে যাচ্ছেন ৯৪৯৯ টাকায়। আর এই দামের ফোন হিসেবে samsung z7 ডিজাইনের কথা না বলেই নয়। ফোনটি চালাতে আপনাদের যা যা দরকার সবই পেয়ে যাবেন এই ফোনটি থেকে। নিচের দিকে থাকবে ৫৫৫ মিলিমিটারে হেডফোন জেক, ইউ ইউজ বি টাইপ রিপোর্ট, বটম ফাইভ ইস্পিকার এবং পেয়ে যাবেন যেটা কিন্তু এখন সচরাচর পাওয়া যায় না।
তারপরে ফোনটির বাম সাইডে ডুয়েল সিম মাইক্রো ইজিকাড স্টল ডান পাশে ভলিউম রকার এবং ফিঙ্গারপ্রিন্ট প্লাস পাওয়ার বাটন কম্বো। আর ফোনটিতে নেটওয়ার্ক জনিত কোন ইস্যু পাওয়া যায় না। ফোনটিতে 6.56 ইঞ্চির একটা এইচডি প্লাস IPS ডিসপ্লে আছে সাথে 90Hz রিফেসেডো আছে। সব দিক দিয়ে এই ফোনটি অসাধারণ একটি ফোন। আপনারা যারা কম বাজেটের মধ্যে ভালো একটা ফোন ক্রয় করতে চান samsung z7ই হতে পারে সমস্যার সমাধান।
আমাকে শেষ কথা
প্রিয় পাঠক আজকে আমাদের আর্টিকেলে ২০২৩ সালের 10 টি সেরা ফোন এবং কম দামে ভালো ফোন নিয়ে আলোচনা করা হয়ে গিয়েছে। আপনারা যারা এই বিষয়ে যানেন না আমার এই আর্টিকেল শুধু আপনাদের জন্য।
আশা করছি ইতিমধ্যে আপনারা ২০২৩ সালে ১০ টি সেরা ফোন এবং কম দামের ভালো ফোন সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এমন গুরুত্বপূর্ণ পোস্ট পাওয়ার জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url