কম্পিউটার ওপেন না হলে করনীয় বিষয় সমূহ

কম্পিউটার চালাতে গিয়ে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। এরমধ্যে হলো কম্পিউটার ওপেন না হওয়া। এটা হার্ডওয়্যার ও সফটাওয়্যার যে কোনো ধরনের সমস্যা জন্য হতে পারে।

 

কম্পিউটার আমাদের দৈনন্দিন জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই নিচে কম্পিউটার ওপেন না হলে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

ভূমিকা:

আমরা অনেক ক্ষেত্রেই কম্পিউটার ব্যবহার করে থাকি। অনেক বড় বড় প্রতিষ্ঠানে হাজার হাজার কম্পিউটার এর ব্যবহার হয়ে থাকে। কম্পিউটার ব্যবহার করতে গেলে আমাদের নানা ধরনের সমস্যায় পড়তে হয়। সমস্যাগুলো কিভাবে দূর করব আমাদের এই আর্টিকেলে বর্ণনা করা হবে।

যেমন কম্পিউটার ওপেন না হলে করণীয় কি, মনিটরের ছবি আসে না, কম্পিউটার স্লো হয়ে যাওয়া, কম্পিউটারের কোন সাউন্ড হচ্ছে না, কিবোর্ডে উল্টাপাল্টা শব্দ আসে, মাউস কাজ করে না, ইএসবি পোর্ট কাজ করে না ইত্যাদি বিষয় সম্পর্কে জানবো।

কম্পিউটার ওপেন না হলে করণীয়

এটিকে একটি পরিচিত সমস্যা হিসেবে চিহ্নিত করতে চাই নিয়মিত কম্পিউটার ওপেন হয় না এমনটা বললে মনে হয় ভুল বলা হবে না। নতুন ব্যবহারকারীদের কাছে এই সমস্যা একটাই সমাধান তা হচ্ছে বিক্রেতার শরণাপন্ন হয়ে অযথা পয়সা খরচ করা। আর্টিকেলের নির্দেশনাগুলো অনুসরণ করলে আশা করা যায় আপনার চেষ্টা বিফলে যাবে না আপনি কম্পিউটার ওপেন করতে পারবেন।

প্রথমে আপনাকে পাওয়ার সুইচ অন করতে হবে অন করার পর সিস্টেমের ইন্টারনাল স্পিকার কয়টা আওয়াজ করলো খেয়াল করুন। যদি বীফ সংখ্যা এক হয় তার মানে কম্পিউটার ডিসপ্লে আউটপুট পাচ্ছে না। অথবা কিবোর্ড মাদারবোর্ডের সাথে ঠিকমতো সংযুক্ত না হলেও এমনটা হতে পারে। যদি একটি বড় বীপের পর দুটি ছোট বীপ হয় এর অর্থ হল র‍্যাম পাচ্ছে না আপনার মাদারবোর্ড।

র‍্যাম পরিবর্তন না স্লট পরিবর্তন করে দেখুন। যদি একটি বড় বিপির পর তিনটি ছোট বিপ হয় তাহলে বুঝবেন নিশ্চিতভাবেই ডিসপ্লে বা গ্রাফিক্স আউটপুটের সমস্যা। আর যদি একটা বড় বিপ তারপরে চারটা ছোট বিফ হয় এর অর্থ হল আপনার মাদারবোর্ড বা গুরুত্বপূর্ণ কোন হার্ডওয়্যার নষ্ট হয়ে গিয়েছে বা ঠিকমতো কাজ করছে না।

তবে এজন্য আপনার পিসিতে ইন্টারনাল স্পীকার থাকতে হবে। অনেক মাদারবোর্ড ইন্টার্নাল স্পীকার বেল্ট-ইন থাকে। অন্যগুলোতে আলাদা লাগাতে হয়। সাধারণত কম্পিউটার কেনার সময় বিক্রেতায় এটি দিয়ে দেয় তবে অনেক ভুলে তা ঠিক মতো লাগানো নাও থাকতে পারি। সেক্ষেত্রে আপনার মাদারবোর্ডের বক্সে দেখুন স্পিকার পান কিনা।

নইলে সময় করে বিক্রেতার কাছ থেকে নিয়ে আসুন। বুঝতে পারছেন কেন এটাকে এত গুরুত্বপূর্ণ দেওয়া হয়। মনিটরের দিকে লক্ষ্য করতে হবে। এটি কি স্লীপ মুডে আছে? অর্থাৎ এর রেড লাইট কি জ্বলছে নিবছে কিনা খেয়াল করুন। যদি তা না হয় অর্থাৎ রেড লাইট জলেই থাকে এবং মনিটরে কিছু না কিছু দেখা যায় তাহলে আপনার খুব বেশি চিন্তার কারনে। আপনার মাদারবোর্ড ও গ্রাফিক্স কার্ড ঠিক আছে।

মনিটরে ছবি আসে না

যদি মনিটরে ছবি আসে না বা মনিটরের ডিসপ্লে না আসে এবং এর রেড লাইট জলে নিভে তখন বুঝতে হবে গ্রাফিক্স / ভিডিও কার্ডে কোন সমস্যা বা মনিটরের কেবল কালেকশনের লুজ হয়ে গেছে। কালেকশন চেক করুন। অনেক সময় র‍্যামের স্লট পরিবর্তন করলেও এটি সমস্যার সমাধান হয়ে যায়। বায়োস সেটিংস রিসেট করেও দেখতে পারেন। কেবল কালেকশনগুলো ঠিক মতন সংযুক্ত করবেন। যাতে কালেকশন লুজ না হয় আশা করি এই বিষয়গুলো খেয়াল রাখলে মনিটরের ছবি আসবে।

কম্পিউটার স্লো হয়ে যাওয়া

কম্পিউটার অনেক কারণেই স্লো হয়ে যেতে পারে। যেমন অতিরিক্ত ধুলাবালির জন্য কম্পিউটার স্লো হয়ে যেতে পারে।এজন্য মাসে অন্ত একবার হলেও সিপিইউ খুলে এর ধুলাবালি পরিষ্কার করা উচিত। ভাইরাসের কারনেও পিসি স্লো হয়ে যেতে পারি। এর জন্য নিয়মিত ভাইরাস স্ক্যান করুন। আবার সি ড্রাইভের জায়গা বেশি ভরে গেলে দিস ইজ স্লো হতে পারে।

পিটাইভের অপ্রয়োজনীয় ডাটা অন্য ড্রাইভে রাখুন। খুব বেশি এপ্লিকেশন ইনস্টল বা আনইনস্টল করলেও পিসি ধীরে ধীরে স্লো হয়ে যেতে পারে।এর জন্য অযথা যেকোনো সফটওয়্যার ইনস্টলেশন থেকে বিরত থাকুন। এই বিষয় গুলা মাথাই রেখে কাজ করুন তাহলে আপনার পিসি স্লো হবে না আশা করি বুজতে পারছেন।

কম্পিউটারে কোন সাউন্ড হচ্ছে না

প্রথমে দেখতে হবে সাউন্ড কার্ড ওই স্পিকারের সব কালেকশন ঠিক আছে কিনা। মনে রাখবেন সাউন্ড কার্ডের মাঝের সবুজ পোর্টে স্পিকারের ইনপুট জ্যাক ঢুকাতে হয়। সব ঠিক থাকলে এবার দেখুন তো উইন্ডোজের নোটিফিকেশনগুলো মধ্যে সাউন্ড এর আইকনটি খুঁজে পাওয়া যায় কি।
যদি না পাওয়া যায় অথবা লাল ক্রস চিহ্ন দেখা যায় তাহলে বুঝতে হবে তাহলে বুঝতে হবে সাউন্ডের ড্রাইভার ইন্সটল করতে হবে। ড্রাইভার ইনস্টল করে পিসি রিস্টার্ট দিন। ড্রাইভার না থাকলে উইন্ডোজ আপডেট এর সহায়তা নিন।

কিবোর্ডে উলটা পালটা শব্দ আসে

কিবোর্ডে যে সমস্যাটি বেশি ঝামেলায় ফেলে তা হচ্ছে কিবোর্ডের যে বাটনে যেটি আসার কথা তা না এসে অন্যটি আসে। এই সমস্যার সমাধান করা জানা থাকলে খুবই সহজ। সমস্যা সমাধান করার নিয়ম হলো: কন্ট্রোল প্যানেলে গিয়ে Regional and Language অপশনে যান। Keyboard and Language ট্যাব থেকে Change Keyboard-এ ক্লিক করুন। তার পরে যেখান থেকে United States International সিলেক্ট করে Appy, ok করুন। দেখবেন সহজেই আপনার কিবোর্ডে উলটা পালটা শব্দ বন্ধ হয়ে যাবে।

মাউজ কাজ করছে না

সাধারণত রোলার বলবিশিষ্ট মাউস গুলোর ভেতরে ময়লা ও ধুলাবলি জমে মাউস কাজ করা বন্ধ করে। এর জন্য উচিত নিয়মিত মাউস পরিষ্কার করা। প্রথমে মাউসটি হাতে নিয়ে উল্টো করে নিচের অংশ গোলাকৃত চাকতি টি হাতের আঙ্গুল দিয়ে চেপে ধরে বামদিকে ঘুরিয়ে ফেলুন। ভেতরের রোলার বলটি বের করুন। এবার মাউস হোলের ভেতরের তাকান।

সেখানে বেশ কিছু রোলার দেখতে পাবেন। সেখানে অনেক ময়লা ধুলাবালি জমে থাকে। সিমটা বা হাতের নখ দিয়ে ময়লা গুলো আলগা করে মাউস উল্টে ময়লা গুলো বাহিরে ফেলে দিন। এবার মাউস এর বলটি পরিষ্কার কাপড় বা টিস্যু দিয়ে মুছে ফেলুন।

সব কাজ শেষ হলে বলটি ভেতরে রেখে চাকতিটি নিয়ে বিপরীত দিকে ঘুরিয়ে বন্ধ করুন। আর অপটিকেল মাউস নিয়ে বলার কিছু নেই কেননা বেসিক ইলেকট্রনিক সার্কিট, সোল্ডারিং, মাল্টিমিটার এর সাথে যাদের পরিচয় নেই তারা আসলে নতুন মাউস কেনা ছাড়া কিছু করতে পারবেন না।

ইএসবি পোর্ট কাজ করে না

এই সমস্যা বেশ কিছু কারণে হতে পারে। বিভিন্ন ভাবে এর সমাধান করা সম্ভব। মাই কম্পিউটারের রাইট ক্লিক করে প্রোপার্টিজে গিয়ে ডিভাইস ম্যানেজারে জান। ইউ এসবি ড্রাইভার আনইস্টল করে কম্পিউটার আবার রিস্টার্ট দিন। ডিভাইস ম্যাজোর গিয়ে স্ক্যান ফর হার্ডওয়্যার চেন্জস এ ক্লিক করুন।

কম্পিউটারের বন্ধ করে পেছনে থেকে পাওয়ার সাপ্লাই খুলে 15 থেকে 20 মিনিট পর আবার লাগিয়ে কম্পিউটার অন করুন। আশা করি সমস্যা সমাধান হতে পারে। এরপরও যদি সমস্যা থেকে যায় তাহলে সেটা আপনার অপারেটিং সিস্টেমের বা ড্রাইভারের সমস্যা হতে পারে। নতুন সিডি নিয়ে উইন্ডোজ ইনস্টল করে দেখুন।

লেখকের মন্তব্য

কম্পিউটারের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের আর্টিকেলে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়ে গিয়েছিল। আপনারা যদি কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধান করতে চান তাহলে এই আর্টিকেল পড়ে আপনি কম্পিউটারের সমস্যা সম্পর্কে জানতে পারবেন।

আশা করি ইতিমধ্যে বিষয়গুলো সম্পর্ক বিস্তারিত জেনেছেন। এতক্ষণ আমাদের আর্টিকেলে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় ও তথ্য জানতে আমাদের ওয়েবসাইটটি 
ফল করতে থাকুন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url