তারাবির নামাজের নিয়ত ও দোয়া সম্পর্কে যানবো

আমাদের ইবাদত কবুল করার সব চেয়ে বড় মাস হলো রমজান মাস। ১১ মাস পরে পরে আমরা এই মাস টি পেয়ে থাকি। তাই আমাদের নিয়মিত চর্চা করা হয় না,যার কারোনে আমরা তারাবির নামাজের নিয়ত,দোয়া ও মুনাজাতগুলো ভূলে যায়। তারাবির নামাজের নিয়ত ও দোয়া সম্পর্কে নিচের লেখা আর্টিকেলে এই বিষয়ে আলোচনা করা হবে।



তারাবি নামাজ পড়া নিয়ম সম্পর্কে যানা না থাকলে,আমরা সঠিক ভাবে নামাজ আদায় কারতে পারবো না।তাই আমরা সবাই ভালো করে তারাবির নামাজের নিয়ম সম্পর্কে যানবো।

ভূমিকাঃ 

আমরা নিচের আটিকেল পরে যানতে পারবো তারাবির নামাজের নিয়ত ও দোয়া সম্পর্কে । তারাবির নামাজে দাঁড়ানো আগে কোন দোয়া পরে নামাজের নিয়ত কাবো। তারাবির নামাজ কত রাকাত এবং কয় রাকাত করে নামাজ আদায় করতে হবে। তারাবির নামাজের মহিলাদের নিয়ম ও দোয়া সম্পকে আলোচনা করবো এবং চার রাকাত নামাজ পর পর  দোয়া পরতে হবে কি না এই বিষয়ে আলোচনা করে থাকবো।

তারাবি নামাজের নিয়ত

যখন আমরা তারাবির নামাজে দাঁড়াবো তখন আমাদের নামাজের নিয়ত করতে হবে। নিয়ত দুই ভাবে করা যায়, একটি হলো আরবি এবং আরেকটি হলো বাংলা।যারা আরবি নিয়ত করতে পারেন না তাদের বাংলা নিয়ত করলেও হবে। 

আরবি নিয়ত টি হলোঃনাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা, রাকাআতাই সালাতিত তারাবিহ সুন্নাতে রাসূলিল্লাহি তায়ালা, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শারিফাতি, আল্লাহুবর।

বাংলা নিয়ত হলোঃআমি কেবলামুখি হয়ে দু'রাকাত সুন্নতে মুয়াক্কাদা নামাজের নিয়ত করছি; আল্লর যারা আরবি নিয়ত যানি না তারা বাংলা নিয়ত ক রলেও নামাজ হবে।

তারাবি নামাজের দোয়া সমূহ

তারাবির নামাজ পড়তে হলে আমাদের সকলকেই  তারাবির নামাজের নিয়ত ও দোয়া সম্পর্কে জানতে হবে। শুদ্ধভাবে দোয়াটি উচ্চারণ করে পরতে হবে, দোয়া ভুল হলে নামাজ আদায় হবে না।তাই আমাদের তারাবির নামাজের দোয়া সবার জানতে হবে জাতে আমরা দোয়াগুলো শুদ্ধভাবে উচ্চারণ করে নামাজ আদায় করতে পারি।

দোয়াটি হলো : সুবাহানা জিল মুলকি ওয়াল মালাকুতি, সুবহানা জিল ইয্যাতি ওয়াল আঝমাতি ওয়াল হায়াবাতি ওয়াল কুদরাতি ওয়াল কিব্রিয়ায়ি ওয়াল ঝাবারুতি। সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা ইয়ানামু ওয়া লা ইয়ামুত আবাদান আবাদ; সুব্বুহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালায়িকাতি ওয়ার রুহ।

তারাবির নামাজ কত রাকাত 

তারাবির নামাজ কত রাকাত আদায় করতে হবে তার নির্দিষ্ট করা হয়নি। অনেকেই তারাবির নামাজ আদায় করে থাকে ২০ রাকাত আবার কেউ কেউ পরে ৩৬ রাকাত আবার কেউ পড়ে ৮ রাকাত। হানাফী,শাফিয়া এরা তারাবির নামাজ ২০ রাকাত পড়ে থাকে,মালিকি ফিকহের অনুসারীগণ ৩৬ রাকাত তারাবির নামাজ আদায় করে থাকে আবার আহলে হাদীসরা ৮ রাকাত তারাবীহ পড়েন।

হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালাম তারাবির নামাজ আদায় করতেন ৮ রাকাত।পরবর্তীতে সাহাবীগণ ২০ রাকাত তারাবির নামাজ আদায় করতেন,অর্থাৎ কোন আমলের  বিষয়ে একটাই যে পদ্ধতি থাকতে হবে বিষয়টা এমন নয় একাধিক ও থাকতে পারে।

 তার মানে তারাবির নামাজ বেশি পড়ার সুযোগ রয়েছে। এতে বুঝা যায় যে তারাবির নামাজ কত রাকাত পড়তে হবে তার কোন নির্ধারিত নেই। আর আমাদের সকলকেই খেয়াল রাখতে হবে যে তারাবির নামাজ সঠিকভাবে আদায় করতে পারছি কি না

তারাবির নামাজে চার রাকাত পর পর দোয়া

তারাবির নামাজ আমরা দুই রাকাত করে তারাবির নামাজ আদায় করে থাকি। এবং চার রাকাত নামাজ আদায় করে নামাজ পরার পরে আমরা বিশ্রাম করে থাকি তখন আমরা একটি দোয়া করে পরে থাকি দোয়াটি হলো: সুব্ হানাল মালিকিল হাইয়্যিল্লাজি লা-ইয়ানামু ওয়ালা ইয়ামুতু আবাদান। সুব্বাহুন কুদ্দুছুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি ওয়ার রুহ। এই দোয়াটি পরে থাকি আর দুই রাকাত নামাজ আদায়ের পরে ইসতেগফার আর দুরুদ পড়তে হয়।

তারাবির নামাজের মুনাজাত বাংলা অর্থ সহ

রমজান মাসে রাতে আমরা তারাবির নামাজ আদায় করে থাকি।তারাবির নামাজ আদায় হয়েগেলে সব শেষে আমারা মুনাজাত করে থাকি। যারা মুনাজাত আরবি তে পারি তারা আরবিতে মুনাজাত করে থাকবো আর যারা আরবি পারি না তারা বাংলা তে মনাজাত করবো নিচে দোয়াটি আরবি সহ কারে বাংলা অর্থ সহ দেওয়া হলো।

আরবি উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাস আলুকাল জান্নাতা ওয়া নাউজুবিকা মিনাননার। ইয়া খালিক্বাল জান্নাতি ওয়ান নার। বিরাহমাতিকা ইয়া আঝিঝু ইয়া গাফফার, ইয়া কারিমু ইয়া সাত্তার, ইয়া রাহিমু ইয়া ঝাব্বার, ইয়া খালিকু ইয়া বার্রু। আল্লাহুম্মা আঝিরনা মিনান নার।

বাংলা অর্থ : পবিত্র ঘোষণা করছি তার, যিনি ইহজগত ও ফেরেশতা ও জগতের প্রভু, সেই আল্লাহর মহিমা বর্ণনা করছি যিনি মহিমাময় বিরাট ভীতিপূর্ণ, শক্তিময়, গৌরবময় এবং বৃহত্তর। আমি সেই প্রতিপালকের গুণগান করছি, যিনি কখনো নিদ্রা যান না এবং যার কখনো মৃত্যু ঘটে না। পুতঃপবিত্র তিনি। তিনি আমাদের পালনকর্তা, ফেরেশতাকুল এবং আত্মাসমূহের পালনকর্তা। আল্লাহ্ ছাড়া কোন ইলাহ নাই, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি,  আমরা আপনার কাছে বেহেশত চাচ্ছি এবং দোযখ থেকে মুক্তি চাচ্ছি।

লেখক এর শেষ মন্তব্য

তারাবির নামাজের নিয়ত ও দোয়া সম্পর্কে আলোচনা শুরু করে তারাবি নামাজের নিয়ম নিয়ে আলোচনা করা হয়ে গেছে। আপনারা যারা তারাবি সম্পর্কে যানেন না  তাহলে এই আর্টিকেল পরে আপনি ধারোনা নিতে পারেন। আশা করি আপনারা তারাবি সম্পর্কে ধারোনা চলে এসেছে। যদি এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় জানতে চান তাহলে আমাদের ওয়েবসাইট ফোলো করতে থাকুন।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url